প্রতিনিধি ২২ অক্টোবর ২০২০ , ৩:১৩:৪২ প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি, দিদারুল আলম:
নোয়াখালী সুবর্ণচরে চাঞ্চল্যকর পাঁচ টুকরো লাশের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় লাশের খন্ডিত নারীর সন্তান হুমায়ুনসহ তার ৭ সহযোগী মিলে তাকে হত্যা করে খন্ডিত টুকরোগুলো ধান ক্ষেতে ফেলে রেখে যায়।
পরে এ ঘটনায় মৃত নুরজাহানের ছেলে হুমায়ুন কোবির বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। মামলার সূত্র ধরে নোয়াখালী জেলা পুলিশ তদন্তে নেমে এ ঘটনায় হত্যার সাথে সরাসরি সন্তানের জড়িত থাকার বিষয়টি উঠে আসে একইসাথে তার সাথে তার ৭ সহযোগী মিলে এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে জানান চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্যগুলো বলেন তিনি। তিনি আরো জানান এ ঘটনায় আমরা ৭ আসামীর মধ্যে ৫ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে দুইজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
হত্যার বিষয়টি তিনি জানান তার ভাই বেলাল মারা যাওয়ার সময় কিছু টাকা ঋণ রেখে যান ওই ঋণের টাকা পরিশোধ করার জন্য হুমায়নকে চাপ দিতে থাকলে হুমায়ুন এই বিষয়ে তার মাকে বললে তার মা ওই ঋণের টাকার দিতে অস্বীকৃতি জানালে সে এ চাপ সহ্য করতে না পেরে তার মাকে হত্যা করে।