খুলনা

নড়াইলে করোনা আক্রান্ত সাংবাদিকের খোঁজ খবর নিলেন ইউএনও

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২০ , ৭:২০:২২ প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি: নড়াইলে ফল সামগ্রী পাঠিয়ে করোনা আক্রান্ত সাংবাদিকের খোঁজ খবর নিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা সেলিম। গতকাল বিকালে করোনায় আক্রান্তয় বিজয় টিভি নড়াইল জেলা প্রতিনিধি ও জেলা সাংবাদিক ইউনিটি, নড়াইল এর সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জামী’র নড়াইল সদরে অবস্থিত আলাদাত পুর নিজেদের বাড়িতে ইউএনও সালমা সেলিমের প্রতিনিধি বিষ্ণুপদ বিশ্বাস কিছু ফল সামগ্রী নিয়ে আসেন এবং সাংবাদিক ও তার পরিবারের খোঁজ খবর নেন এবং যেকোন প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতার কথা জানান। ইউএনও মহোদয়ের এরকম খোঁজ খবরে সাংবাদিক পরিবারের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য গত ২৭/০৬/২০ তারখ রাতে মাথা ব্যথা ও জ্বরে আক্রান্ত হন সাংবাদিক মো. জিয়াউর রহমান জামী এর পর জেলা প্রশাসন ও সিভিল সার্জনের সহায়তায় করোনা টেষ্ট করালে গত ০২ তারিখে করোনা পজিটিভ আসে। এর পর থেকে তিনি নিজেদের বাড়িতে আইসোলেশনে আছেন। গত শনিবার দ্বিতীয় টেস্টের জন্য স্যাম্পল দিয়েছেন এখন রিপোর্টের অপেক্ষায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম নিজে কয়েকবার ফোন করে খোঁজ খবর নিয়েছেন। বর্তমানে সাংবাদিক জামী’র কোন উপসর্গ নেই। তিনি মহান আল্লাহর রহমতে ও সকলের দোওয়ার বরকতে ভাল আছেন। তিনি এ মহামারি থেকে সকলের মুক্তির জন্য দোয়া করেছেন। মহান আল্লাহ সকলকে হেফাজত করুন।

আরও খবর

Sponsered content