প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২০ , ৭:২২:৪৮ প্রিন্ট সংস্করণ
নড়াইল প্রতিনিধি : নড়াইলে সড়ক ও পরিবেশ আইন মেনে গাছ না কেটে বাউন্ডারি ওয়াল নির্মানের দাবি করেছেন বাংলাদেশ পরিবেশ বাচাও আন্দোলন (বাপা) এর নেতৃবৃন্দ। নড়াইল শহর সরকারী প্রথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে এবং সরকারী উচ্চ বিদ্যালয়ের পুর্ব পাশে অর্থাৎ দুই স্কুলের মাঝ দিয়ে একটি রাস্তা শহরের মেইন রোডের সাথে সংযোগ হয়ে খেলার মাঠ, কেন্দ্রীয় ঈদগাহ হয়ে মাননীয় এমপি মাশরাফির বাড়ির সামনের রাস্তায় যেয়ে মিলেছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত ছাত্র- ছাত্রী, বিভিন্ন প্রকারের যানবাহন, নানা শ্রেণী পেশার মানুষ এবং ঈদের দিন হাজার হাজার মুসল্লী চলাচল করে। এই রাস্তার পাশদিয়ে বিভিন্ন প্রজাতির গাছ পালা লাগিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার নড়াইল জেলার সদস্য সচীব মো. শাহ আলম, বাপার সদস্য ও জাসদের সাধারন সম্পাদক সৈয়দ আরিফুল ইসলাম পান্তুু, বাপার সদস্য ও সাবেক প্যানেল মেয়র নড়াইল পৌরসভা এবং যুব- ক্রীড়া বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, নড়াইল খন্দকার আল মুনসুর বিল্লাহসহ প্রমুখ। বর্তমানে রাস্তার পাশে লাগানো ঐসব গাছগুলি কেটে সরকারী প্রথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মান করতে চাই কতৃপক্ষ। বাপার দাবী গাছগুলি না কেটে বাউন্ডারি ওয়াল নির্মান করে পরিবেশ রক্ষায় সকলে এগিয়ে আসবেন।