মোঃ জিয়াউর রহমান জামী, নড়াইলঃ
নড়াইলের নড়াগাতি থানার উত্তর ডুমুরিয়া গ্রামে ভাতিজার ভেলার (সড়কি বিশেষ) আঘাতে চাচা আব্দুল জলিল মুন্সী (৫২) নিহত হয়েছেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত জলিল মুন্সী উত্তর ডুমুরিয়া গ্রামের কালা মিয়া মুন্সীর ছেলে এবং বাইসাইকেল মিস্ত্রি ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত ভাজিতা আয়নাল মুন্সী (৪২) পলাতক রয়েছে।
নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা আয়নাল তার চাচা আব্দুল জলিলের পাজরে ভেলা (সড়কি বিশেষ) ঢুকিয়ে দেয়। গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।