প্রতিনিধি ২৫ মে ২০২১ , ৭:১১:৩৫ প্রিন্ট সংস্করণ
পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের নতুনহাট ব্লকের লাঙ্গলগ্রামে কম্বাইন হারভেস্টারের সাহায্যে ধান কর্তন ও কৃষক-কৃষাণিদের উদ্বুদ্ধকরণ সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। পঞ্চগড় জেলা প্রশাসক ড.সাবিনা ইয়াসমিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে পঞ্চগড় কৃষি সম্প্রসার অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মিজানুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি বোদা পৌর মেয়র অ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষি রানী বর্মন ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আল মামুন অর রশিদ বক্তব্য রাখেন। সভা শেষে কৃষক-কৃষাণীদের উপস্থিতিতে পঞ্চগড় জেলা প্রশাসক ড.সাবিনা ইয়াসমিন কম্বাইন হারভেস্টারের সাহায্যে ধান কর্তনের উদ্বোধন করেন।