প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২০ , ৪:২০:৩৭ প্রিন্ট সংস্করণ
পঞ্চগড় প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘কন্যারত্ন’ ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় পৌরসভার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ে ৩০জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়।
সাইকেল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঁঞা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুব আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট , সদর উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম ও পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম।