প্রতিনিধি ৫ এপ্রিল ২০২০ , ৬:৩৬:৩৬ প্রিন্ট সংস্করণ
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন ব্যক্তিগত উদ্যোগে খাদ্যশস্য বিতরণ করেছেন। রোববার দুপুরে তার নিজ বাসভবনের সামনে করোনা ভাইরাসের কারণে উপার্জনহীন পঞ্চগড় পৌরসভার নিম্ন আয়ের দরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করেছেন। এসময় তার স্বামী আনোয়ার হোসেন, যুবলীগ নেতা আলমগীর কবির, ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক মিলন ইসলাম সাগর, প্রবীণ আওয়ামীলীগ সদস্য শফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাকিয়া খাতুন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর নিজস্ব অর্থায়নে পৌরসভার দরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ শুরু করেছি। পর্যায়ক্রমে এই খাদ্যশস্য বিতরণ করা হবে বলে তিনি জানিয়েছেন।