রংপুর

পঞ্চগড়ে প্রতিবাদ সভা ও মানবন্ধন

  প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২০ , ৪:৫৫:০৬ প্রিন্ট সংস্করণ

পঞ্চগড় প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে অবমাননা এবং কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে পঞ্চগড়ে প্রতিবাদ সভা করেছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে আরও দুটি সংগঠন।

শনিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুল আলম। এতে জেলা ও দায়রা জজ শরিফ হোসেন হায়দার, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীসহ জেলা পর্যায়ে কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা ও সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে একই সময়ে জেলা শহরের শেরে বাংলা পার্কে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে মানব্বন্ধনে চেম্বারের সভাপতি মো. শরিফ হোসেন, সাবেক সভাপতি আব্দুল হান্নান শেখ, চেম্বার নেতা রেজাউল কমির রেজা, আব্দুস সামাদ পুলক উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content