প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২০ , ৬:৩৫:১৩ প্রিন্ট সংস্করণ
পঞ্চগড় প্রতিনিধি: আসন্ন পঞ্চগড় পৌরসভা নির্বাচনে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামীলীগের মনোনয়য় প্রত্যাশী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর উজ্জল। মাঠ পর্যায়ে বিএনপি- জামায়াতের প্রার্থীদের গণসংযোগ, দৌড়-ঝাপ পরিলক্ষিত না হলেও আওয়ামীলীগের ছয় জন প্রার্থীই মনোনয়ন পাওয়ার আশায় জণসংযোগ, উঠান বৈঠক, পথসভাসহ পাড়া-মহল্লায় ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। তারই ধারাবাহিকতায় আজ বুধবার বিকেলে এক মোটরসাইকেল শোভা যাত্রার আয়োজন করেন আওয়ামীলীগের অন্যতম মনোনয়য় প্রত্যাশী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়নুন কবীর উজ্জল। প্রায় সহ¯্রাধীক মোরসাইকেল অংশ নেয় এই শোভাযাত্রায়। মটোরসাইকেল শোভাযাত্রাটি পঞ্চগড় সরকারি মকবুলার রহমান সরকারি কলেজ মাঠথেকেবের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরে শেরে বাংলা পার্ক মুক্ত মঞ্চে এসে শেষ হয় । এসময় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও উজ্জলভক্তরাশোভাযাত্রায় অংশ নেন । শোভাযত্রা শেষে শেরে বাংলা পার্কে এক পথ সভায় হুমায়ুন কবীর উজ্জল জানান, জননেত্রী শেখ হাসিনা যদি তাকে মনোনয়ন দেন তাহলে অবশ্যই পঞ্চগড় পৌরসভার মেয়র পদটি শেখ হাসিনাকে উপহার দিতে সক্ষম হবেন তিনি।
উল্লেখ্য: মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এ মাসেই পঞ্চগড় পৌরসভা নির্বাচনের তফশীল ঘোষনা করার সম্ভবনা রয়েছে। বর্তমানেও শেখ হাসিনার শাসন আমলে পৌর সভার চেয়ারটি দখল করে রয়েছেন পঞ্চগড় পৌর বিএনপির সভাপতি পাঁচ বারের মেয়র জননেতা তৌহিদুল ইসলাম । তার জনপ্রিয়তাও কম না। বর্তমানে আওয়ামী লীগের অনেক ভোট বেড়েছে । এবারের নির্বাচনের আওয়ামীলীগের সকল প্রার্থী ঐক্য হয়ে যদি জননেত্রী শেখ হাসিনার আদেশ পালন করেন তাহলে মেয়র পদটির অবশ্যই ছিনিয়ে নেয়া যাবে বলে দাবি করছেন দলের নেতাকর্মীরা।