প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৫ , ৮:০৬:০২ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের পটিয়ায় দক্ষিণ ভূর্ষি শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির এর পরিচালনা কমিটি গঠিত হয়েছে বাবু কাঞ্চন নাথ সভাপতি ও বাবু সুমন দেবনাথ সাধারণ সম্পাদক নির্বাচিত।
পটিয়া উপজেলার অর্ন্তগত দক্ষিণ ভূর্ষি ইউনিয়নস্থ দক্ষিণ ভূর্ষি শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির এর বিশেষ সাধারণ সভা শুক্রবার মন্দির প্রাঙ্গনে সভাপতি বাবু অজিত নাথ মেম্বার এর সভাপতিত্বে এবং সদস্য শ্যামল চক্রবর্ত্তীর সঞ্চালনায় অনুষ্টিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি বাবু বাবলা মল্লিক, মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক প্রিয়তোষ দে নিমু, সুপ্রকাশ চক্রবর্ত্তী (অপু), দূর্গাপূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রতন দে, গীতাযজ্ঞ উদযাপন কমিটির সাবেক সভাপতি বাবু কানু দে, দাতা সদস্য সঞ্চয় দাশ, দদুল দে, গীতাযজ্ঞ উদযাপন কমিটির সাবেক সভাপতি নান্টু দেবনাথ, গীতাযজ্ঞ উদযাপন কমিটির সভাপতি বাবু লিটন দে, সাধারণ সম্পাদক দীলিপ দেবনাথ, বাবু রাহুল দাশ, প্রমুখ।
সভায় উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ সর্মথনে আগামী দুই বছবের জন্য বাবু কাঞ্চন নাথ সভাপতি ও বাবু সুমন দেবনাথ সাধারণ সম্পাদক এবং বাবু রুপন নাথ (অনিক) অর্থ সম্পাদক নির্বাচিত হন। সভাপতি বাবু অজিত নাথ মেম্বার মন্দিরের সার্বিক উন্নয়ন এর উপর বিস্তারিত হিসাব নিকাশ উপস্থাপন করেন ও নব গটিত কমিটির সকলের শুভ কামনা জানান, সবাইকে প্রসাদ গ্রহনের আমন্ত্রণ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

















