প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২০ , ৩:৫৩:০৪ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর স্বাস্থ্য সেবা বিভাগ হতে বাংলাদেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধে পটুয়াখালী জেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় মতবিনিময় করেন পটুয়াখালী–১ আসনের সাংসদ এ্যাড. মোঃ শাহজাহান মিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া, পুলিশ সুপার মোহাম্মাদ মইনুল হাসান পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মাদ জাহাঙ্গীর আলম, পৌরমেয়র মহিউদ্দিন আহম্দে, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, শেখ হাসিনা সেনানিবাসের লেঃ কর্নেল শাহারিয়া রিয়াজ, পটুয়াখালী র্যাব–৮ কমান্ডার মোঃ রইছ উদ্দিন, ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আব্দুল মতিন, দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. হারুন অর রশিদ হাওলাদার, জেলা ডিআরর মাহাবুবুল আল, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ–পরিচালক ডাঃ মোঃ তৈয়ুবুর রহমান, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর কুমার বিশ্বাস প্রমুখ। এসময় জেলা কমিটির অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী বলেন, জেলায় ইতিমধ্যে ১,১৮,১৮০ লোককে প্রধানমন্ত্রীর ঘোষিত খাদ্য তালিকায় আনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান সহায়তা জেলা প্রশাসনের মাধ্যমে আপনাদের মাঝে পৌছে দিচ্ছি। আপনারা সকলে প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক ঘরে অবস্থান করবেন। নিয়মিত সাবান দিয়ে হাত ধৌত করবেন এবং সামাজিক দুরত্ব বজায় রেখে চলবেন।