প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২০ , ৭:০৩:১১ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বলেছেন, সরকারের উন্নয়ন কর্মসূচী যথাযতভাবে বাস্তবায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা সমূহকে আরও আন্তরিক হওয়া আবশ্যক। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অনেক উন্নত হয়েছে। বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল। জেলা প্রশাসক শনিবার সকাল ১০ টায় কোডেক প্রশিক্ষণ হলে এডাব আয়োজি ৩ দিনব্যপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা গুলো বলেন। এডাব পটুয়াখালীর সভাপতি অনির্বান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সামসুন্নাহার এর সভাপতিত্বে প্রশিক্ষন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডাব কেন্দ্রীয় কমিটির সদস্য ও আভাস বরিশালের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, এডাব ঢাকা এর কর্মসূচী পরিচালক কাওসার আলম কণক, প্রশিক্ষক মো. খলিলুর রহমান, এডাব বিভাগীয় সমন্বয়কারী কে.এম জাহাঙ্গীর আলম, এডাব পটুয়াখালীর সাবেক সভাপতি ও আদর্শ মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক আফরোজা আকবর, এডাব পটুয়াখালীর সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সদস্য ও শুকতারা মহিলা সংস্থার পরিচালক মাহফুজা ইসলাম, এডাব পটুয়াখালীর সাধারন সম্পাদক মেফাজ্জেল হোসেন প্রমুখ।
প্রশিক্ষনে পটুয়াখালী, বরিশাল, ঝালকাঠী ও বরগুনা জেলার বিভিন্ন এনজিও এর ২৫ জন প্রতিনিধি এ প্রশিক্ষনে অংশগ্রহন করেন। এ প্রশিক্ষণ চলবে ১৪ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত।