প্রতিনিধি ২৯ মে ২০২০ , ৬:৩৬:১৭ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার ৩নং চরহোসনাবাদ গ্রামে ২৭ মে বুধবার রাত আনুমানিক ৯টার দিকে আকষ্মিক আঘাত হানে ঘূর্ণি ঝড় টর্নেডো। ঝড়ের প্রবল বেগে ও সেই সাথে প্রচুর বৃষ্টি পাতের ফলে কয়েক মিনিটের মধ্যে লন্ডভন্ড হয়ে যায় শাতাধিক ঘর–বাড়ি ও অসংখ্য গাছপালা। ঝড়ের তান্ডবে বসতঘর ও গাছপালা হারিয়ে নিঃশ^ হয়ে পড়েছে গ্রামের অসংখ্য অসহায় ও দরিদ্র পরিবার। যেন নিমিষেই প্রকৃতি তাদের কাছ থেকে কেড়ে নিল সবকিছু ।
ঝড়ের তান্ডবে অত্র গ্রামের হাসিনা বেগমের ও রফিক প্যাদার বসতঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয় এবং আব্দুল হক প্যাদার ঘরের অর্ধেক ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া গ্রামের ইউসুফ মৃধা, আলামিন, হেলাল, সামসুল হক মৃধা, মাহাবুল, বাবুল মৃধা, বেল্লাল মৃধা, মন্নান প্যাদা, আব্দুর রব প্যাদা, রফিক প্যাদা, জয়নাল প্যাদা, মিজানুর প্যাদা, জাহাঙ্গীর মৃধা, নয়ন তারা, লিয়ার ব্যাপারী, জাকির হোসেন মীর ও লিয়ার হাওলাদারের বসতঘর ও গাছপালার ব্যপক ক্ষয়ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্থরা বলেন, এমন ঝড় তারা এর আগে দেখেনি। মূহুর্তের মধ্যে সবকিছু ভেঙ্গে তছনছ করে দিয়েছে।
এই ক্ষয়ক্ষতির কথা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দশমিনা উপজেলা চেয়ারমান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুল আজিজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন পালয়ান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইকবাল মাহমুদ লিটন। তারা বলেন কিছুদিন পূর্বের ঘূর্ণিঝড় আম্পান তেমন কোন ক্ষতি না করলেও এই আকষ্মিক ঝড় ব্যাপক ক্ষতি সাধন করেছে। গরীব অসহায় মানুষের মাথা গোজার আশ্রয়স্থল বসতঘর সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গাছপালার। তারা মাননীয় প্রধানমন্ত্রী কাছে আবেদন করেন এই ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ানোর জন্য।