প্রতিনিধি ৬ মে ২০২০ , ৬:০৩:১৩ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী প্রতিনিধি : দেশব্যাপী করোনাভাইরাস (কোভিড–১৯) এর বিস্তার ছরিয়ে পরলেও নিরলস ভাবে কাজ করে চলছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং প্রথম সারির যোদ্ধারা। এই পরিস্থিতির মধ্যে প্রেরণা ফাউন্ডেশন নিজ উদ্যোগ নিয়ে এসেছে হ্যান্ড স্যানিটাইজার ‘শুদ্ধ’ এবং ইতিমধ্যে বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে এই সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মানবকল্যান মূলক প্রতিষ্ঠান প্রেরণা ফাউন্ডেশন শুদ্ধ হ্যান্ড স্যানিটাইজার নিজস্ব কারখানায় তৈরি সহ বিতরণ সার্বিকভাবে পরিচালনা করে যাচ্ছে এই কোম্পানি।
এরই অংশ হিসেবে ব্রিটিশ আমেরিকান টোবাকোর পটুয়াখালী এর পরিবেশক হাজী এন্ড সন্স এর সত্তাবাধিকারী আব্দুল জব্বার মৃধার পক্ষ থেকে পটুয়াখালী এবং বরগুনা জেলার বিভিন্ন সরকারি দপ্তরে ‘শুদ্ধ’ স্যানিটাইজার হস্তান্তর করা হয়েছে। দপ্তরে কর্মরত ব্যাক্তি বর্গের করোনা ভাইরাস সংক্রামন এবং এর বিস্তার রোধ করার জন্য এই প্রচেষ্টা।
বরগুনা জেলার ডিসি মোহাম্মাদ মোস্তাকিন বিল্লাহ, এডিএম মোহাম্মাদ এনামুল হোসেন, পুলিশ সুপার মোহাম্মাদ মারুফ হোসেন এবং ওসি খন্দকার জাকির হোসেন এর কাছে ‘শুদ্ধ’ হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেন হাজী এন্ড সন্স এর সেলস ম্যানেজার মোহাম্মাদ ওমর ফারুক ।
পটুয়াখালীতে জেলা প্রশাসক ডিসি মতিউল ইসলাম চৌধুরী, এডিএম জি.এম সরফরাজ এবং পুলিশ সুপার মোহাম্মাদ মাইনুল হাসান এর কাছে শুদ্ধ হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেন হাজী এন্ড সন্স এর সত্তাবাধিকারী আব্দুল জব্বার মৃধা। পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ এর কাছে শুদ্ধ হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেন হাজী এন্ড সন্স এর বিজনেস ম্যানেজার মোহাম্মাদ মাহবুব।