দেশজুড়ে

পত্রিকা হকারদের খাদ্য সামগ্রীর দায়িত্ব নিলেন নোয়াখালী পৌরসভার মেয়র

  প্রতিনিধি ৮ এপ্রিল ২০২০ , ৬:৩৩:৩০ প্রিন্ট সংস্করণ

নোয়াখালী প্রতিনিধি ঃ পত্রিকা বিক্রি অনেকটাই বন্ধ হয়ে গেছে। ফলে নোয়াখালী জেলা শহর মাইজদীর বিভিন্ন স্থানে পত্রিকা বিক্রি করা হকাররা আর্থিক সংকটে পড়েছে। গণমাধ্যমকর্মীরা বিষয়টি নোয়াখালী পৌরসভার মেয়রকে অবহিত করলে বুধবার দুপুরের দিকে জেলা শহর মাইজদীর ২৪জন হকারকে খাদ্য সামগ্রী তুলে দেন মেয়র সহিদ উল্যাহ খান সোহেল। পৌরসভা ভবনে সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে হকাদের মাঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু ও সাবানসহ এসব সামগ্রী তুলে দেন। এ সময় করোনা প্রাদুর্ভাব স্বাভাবিক হওয়া পর্যন্ত তাদের সর্বাত্মক সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। পৌর শহরের কর্মহীন হয়ে পড়া সবাইকে পর্যায়ক্রমে সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।