প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২০ , ৬:০০:২০ প্রিন্ট সংস্করণ
পতœীতলা (নওগাঁ) প্রতিনিধি : পতœীতলায় উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী জঙ্গী গোষ্ঠীর ষড়যন্ত্রের বিরুদ্ধে ও শাস্তির দাবিতে বাংলাদেশ যুব মহিলালীগ পতœীতলা উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছ। যুব মহিলালীগ পতœীতলা উপজেলা শাখার আহŸায়ক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল খালেক চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক দিলিপ চৌহান, উপজেলা শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুল রশিদ, উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম-আহŸায়ক সালমা আক্তার সুমি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম, উপজেলা যুব মহিলালীগের গীতারানী, মমতা রানী প্রমুখ।