প্রতিনিধি ২৫ জুন ২০২০ , ৭:৩৪:০০ প্রিন্ট সংস্করণ
ফুলতলা (খুলনা) প্রতিনিধি : খুলনার পথের বাজার চেকপোস্ট থেকে ৪০ বোতল ফেন্সডিল সহ মো. রাসেল প্রামানিক (৩৫)কে আটক করেছে পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায় উক্ত রাসেল প্রামানিক (৩৫) পিতা, ইনায়েত প্রামাণিক, যশোর নতুন বাজার আর এন রোডের বাসিন্দ, সে প্রাই এই রকম নিষিদ্ধ ঘোষিত ফেন্সিডিল নিয়ে খুলনা জেলার বিভিন্ন এলাকায় মাদকের আস্তানায় পৌঁছে দিতেন, আজও ঐ ফেন্সিডিলের চালান নিয়ে যশোর থেকে বিভিন্ন পরিবহনে এসে ফুলতলা বাসষ্টান্ডে পৌঁছে।
ব্যাটারি চালিত ইজিবাইকে করে পথের বাজার চেকপোস্ট দিয়ে অতিক্রম করবার সময় দায়িত্ব রত চেকপোস্ট ইনচার্জ এ এস আই সেখ আনোয়ার হোসেন, এ,এস,আই জাহাঙ্গীর হোসেন, কনেস্টাবল দুলাল মিয়া তল্লাশি চালিয়ে রাসেলের নিকট থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে, খান জাহান আলী থানা হাজতে পাঠানো হয়। এই রিপোর্ট লেখা পরযন্ত থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।