প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২০ , ১২:২৬:২০ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্ক:
১০ অক্টোবর মাসের প্রথম স্প্যানটি বসানোর পর পদ্মা সেতুর ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে এক মাসে বসানো গেছে রেকর্ড সংখ্যক ৪ টি স্প্যান। নভেম্বর মাসেও চারটি স্প্যান বসানোর লক্ষ্য নিয়ে এগুচ্ছে সেতু কর্তৃপক্ষ।
যে গতিতে কাজ এগুচ্ছে, তাতে পুরো সেতু দৃশ্যমান করার নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১০ ডিসেম্বর।
ডিসেম্বরের মধ্যে স্প্যান বসানোর কাজ শেষ করা গেলেও রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ শেষ করতে আরও ৬ মাস থেকে এক বছর সময় লাগবে।