বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনায় আক্রান্ত

  প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২০ , ১২:১৮:১৬ প্রিন্ট সংস্করণ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার আশু রোগমুক্তি কামনা করছি এবং পবা-মোহনপুরবাসীকে রোগমুক্তির জন্য দোয়ার অনুরোধ করছি।’

এদিকে শুক্রবার রাতে ফেসবুক পোস্টে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চাই। মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন।’

জানা গেছে, বৃহস্পতিবার হাতে পাওয়া পরীক্ষার ফলাফলে প্রতিমন্ত্রীর করোনাভাইরাস পজিটিভ আসে। তবে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

আরও খবর

Sponsered content