প্রতিনিধি ৫ মার্চ ২০২২ , ৭:২৭:২৮ প্রিন্ট সংস্করণ
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন করছে, মানুষের জন্য কাজ করছে তা গ্রামের মানুষের কাছে প্রচার করতে হবে। পরাজিতদের নিয়ে একসাথে কাজ করবেন। যারা ভোট দেয় নাই তাদের বঞ্চিত করবেন না। মনে রাখবেন আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। শনিবার তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে নবনির্বাচিত জনপ্রতিনিদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক।
উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও রাসেল মিয়ার সভাপতিত্বে দুপুর ১২টায় অনুষ্ঠিত ওই সভায় সাংসদ ছাড়াও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারমান আনিছুর রহমান লিটন, আ.লীগের সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বায়েজিদ বোস্তামী, সাবিনা ইয়াছমিন, ইকরচালী, কুর্শা, আলমপুর ও সয়ার ইউনিয়নের ইউপি চেয়ারম্যান। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ নোমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেনসহ বীরমুক্তিযোদ্ধাগণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীল রতন দেব, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, পাঁচটি ইউনিয়নের নবনির্বাচিত পাঁচজন চেয়ারম্যানের মধ্যে চার জন ও ৬০জন ইউপি সদস্য অংশ নেয়।