প্রতিনিধি ৫ মে ২০২০ , ৯:২২:৫৮ প্রিন্ট সংস্করণ
নকলা (শেরপুর) প্রতিনিধি : নকলা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবার নকলা উপজেলায় ১৩ হাজার ১শ ২৫ হেক্টর জমি বোরো চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করেন। এতে হাইব্রিড ৮০২৫ হেক্টর, উফশি ৫০৯৫ হেক্টর, স্থানীয় ৫ হেক্টর জমি আবাদ করা হয়েছে।
বর্তমানে ভরা মৌসুমে ধানের দাম পাওয়ায় কৃষক মহাখুশি। তবে লাভের স্বপ্ন দেখতে পারেন ভালো পরিবেশ থাকলে সরকারি নির্ধারণ করা হয়েছে দাম প্রতি মণ ১ হাজার ৪০ টাকা। খোলা বাজারে বিক্রি হচ্ছে ৮০০ টাকা মণ। উপজেলা কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস বলেন, কৃষকরা ১০ মে এর মধ্যে উপ–সহকারী কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন তাদের স্মার্ট আইডি কার্ড জমা দিলে ধান বিক্রি সহজ হবে।