প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২০ , ৫:১৪:৩৫ প্রিন্ট সংস্করণ
ভাঙ্গা উপজেলা পরিষদের কাছাকাছি বসবাসরত এক ব্যক্তি বলেন, ‘এখানে হঠাৎ করেই পরিবেশ থমথমে হয়ে গেছে। সারাদিন ১৪৪ ধারা, আবার রাতে ভয়ংকর গুলির শব্দে আতঙ্কে রয়েছি আমরা। কেন এমনটা করা হচ্ছে জানা নেই আমদের।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খাঁন বলেন, ‘গত রাতে আমার শটগান থেকে পরীক্ষামূলক চার রাউন্ড ফাঁকা গুলি করেছি নিয়মতান্ত্রিক ভাবে। আইনে বৈধতা আছে পাঁচ রাউন্ড পর্যন্ত ফাঁকা গুলি করার; আমি সেখানে চার রাউন্ড করেছি। আমি আইন যেনেই করেছি।’
তিনি আরো বলেন, ‘শটগানটি বহুদিন ধরে কোন অবস্থায় আছে মূলত তা পরীক্ষা করে দেখার জন্যই ফাঁকাগুলি করেছি। অন্য কিছু না।’
এদিকে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান বলেন, ভাঙ্গা উপজেলার এলাকা থেকে বিকট শব্দে চার রাউন্ড ফাঁকাগুলির ফায়ারে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন অনেকে বিষয়টি আমাকে ফোনে জানালে আমি তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে জানতে পারি ইউএনও সাহেব তার ব্যক্তিগত শটগান থেকে চার রাউন্ড ফাঁকাগুলি ফায়ার করেন।