রংপুর

পলাশবাড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২০ , ৬:০২:৩৫ প্রিন্ট সংস্করণ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদুল ইসলামের বিরুদ্ধে থানায় মিথ্যা ভিত্তিহীন অভিযোগ ও বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে ধরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত সাড়ে ১০ টায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধানের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। পরে সেখানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম। তিনি নিজেকে নির্দোষ দাবি করার পাশাপাশি তিনি বিএনপি-জামায়াত শিবিরের চক্রান্তের শিকার বলে দাবি করেন। তিনি আরো বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে ছাত্রজীবন থেকে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে দায়িত্বপালন করে আসছি। কিছু কুচক্রিমহল আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি অত্র সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি আলহাজ তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, এনামুল হক মকবুল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব প্রমুখ।

আরও খবর

Sponsered content