রংপুর

পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

  প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২০ , ৫:২৪:১৭ প্রিন্ট সংস্করণ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ ব্যবস্থার মধ্য দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পৌর নির্বাচনে মেয়র পদে মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া কাউন্সিলর পদে ৮৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন ২২ জন প্রার্থী। ১৫ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টার্নিং কর্মকর্তা শাহিনুর আলমের নিকট মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা হলেন, আ.লীগ মনোনীত প্রার্থী উপজেলা আ.লীগ সভাপতি আবু বকর প্রধান, বিএনপি মনোনীত প্রার্থী গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয়পার্টির প্রার্থী উপজেলা জাপা সাধারণ সম্পাদক মজিবুর রহমান, স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। অন্যান্য মেয়র প্রার্থী হাবিবুর রহমান ইসলাম ও আমিনুল ইসলাম দুদু। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টার্নিং কর্মকর্তা শাহিনুর আলম জানান, ১৭ নভেম্বর মনোনয়নপত্র যাচাইবাচাই, প্রার্থীতা প্রত্যাহার ২৩ নভেম্বর, ২৪ নভেম্বর প্রতীক বরাদ্দ শেষে ১০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও খবর

Sponsered content