শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে সিটিটিসি উপ-কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে (১১ আগস্ট) সিলেট থেকে ৫ জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন, শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামান (২৬), সানাউল ইসলাম সাদি (২৮), রুবেল আহমেদ (২৮), আব্দুর রহিম জুয়েল (৩০) ও সায়েম মির্জা (২৪)।
গত ২৪ জুলাই রাত ১০টার দিকে পল্টনে হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণস্থল থেকে ২০০ গজ দূরে পল্টন থানা পুলিশের একটি চেকপোস্ট ছিল। ওই ঘটনায় পল্টন থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়।