প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২০ , ৫:৪১:১৮ প্রিন্ট সংস্করণ
রংপুর প্রতিনিধি: পল্লী বিদ্যুৎ এর ঘন ঘন লোডশেডিং, বিলের অনিয়ম ও গ্রাহক হয়রানির প্রতিবাদে হারাগাছ পল্লী বিদ্যুৎ গ্রাহক স্বার্থ সংরক্ষণ পরিষদ মানববন্ধন করে। গতকাল সোমবার দুপুরে হক বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আমিন উদ্দিন বিএসসি, হারাগাছ পৌর জেএসডি’র সভাপতি শরিফুল ইসলাম, হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোনায়েম হোসেন ফারুক, পল্লী বিদ্যুৎ গ্রাহক স্বার্থ সংরক্ষণ পরিষদের সদস্য ফারুক আহমদ, মটর শ্রমিকনেতা বাবুল মিয়া ও শ্রমিকনেতা জাহাঙ্গীর আলম।