প্রতিনিধি ২৯ জুন ২০২১ , ৭:৪৭:৪১ প্রিন্ট সংস্করণ
জয়পুরহাটের পাঁচবিবিতে এনআরবিসি ব্যাংকের নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়। পাঁচবিবির পাঁচমাথায় মঙ্গলবার বিকালে এনআরবিসি ব্যাংক পাঁচবিবি শাখার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না।
এনআরবিসি ব্যাংকের নতুন শাখার উদ্বোধনে উপস্থিত ছিলেন পাঁচবিবি পৌর সভার প্যানেল মেয়র নূর হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, ব্যাংকের পাঁচবিবি শাখা ব্যাবস্থাপক সিহাব চৌধুরী ও সমন্বয়কারী খসরু নোমান সুইট সহ ব্যাংকের সকল কর্মকর্তারা। এনআরবিসি ব্যাংকের পাঁচবিবি শাখা ব্যাবস্থাপক বলেন, এসকেএস ফাউন্ডেশন ও এনআরবিসি ব্যাংক যৌথভাবে সমন্বয় করে ব্যাংকিং শাখার সকল কাজ পরিচালনা করবে।