প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২০ , ৫:১৬:০৭ প্রিন্ট সংস্করণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম মতবিনিময় সভা করেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কম্পক্সেস অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ও দ্বায়িত্বপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বরমান হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে সকল মুক্তিযোদ্ধাদের মাঝে করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মহোদয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, সাংবাদিক ও নাট্যকার আমিনুল ইসলাম বাবুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির আলী।