প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২০ , ৮:৩৩:১৭ প্রিন্ট সংস্করণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের বিভিন্ন এলাকার স্বল্প আয়ের মানুষদের মাঝে ত্রাণ সহাযতা প্রদান করা হয়। শুক্রবার দুপুরে ভীমপুর গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে ত্রাণের চাল বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট সাদেকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাদিম সারওয়ার, জেলা তথ্য অফিসার মাহফুজার রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নূর-নবী, দুর্যোগ ব্যবস্থাপনা প্রকৌশলী রায়হান শরীফ, বাগজানা ইউপি চেয়ারম্যান মো. নাজমুল হক, সদস্য সানোয়ার হোসেন প্রমুখ।
সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণের পাশাপাশি বিনা কারনে বাহিরে চলাফেরা না করে ঘরে আবদ্ধ থেকে এই মহামারি ভাইরাসের হাত থেকে আমরা আপনারা সবাই যেন রক্ষা পাই এ বিষয়ে উপস্থিত কর্মকর্তারা সবারইকে সচেতন থাকার পরামর্শ দেন।