প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২১ , ৫:৫৭:০৩ প্রিন্ট সংস্করণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবি বাগজানা ইউনিয়নের শতাধিক দুঃস্থ গরীব ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। শনিবার দুপুরে বাগজানা ইউনিয়ন পরিষদ হলরুমে এসব অসহায়দের মাঝে চাল, ডাল, তেল ও লবণ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হক।
এসময় উপস্থিত ছিলেন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান কাউছার আলী, ২নং প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন, ৩নং প্যানেল চেয়ারম্যান আঙ্গুরী বিবি সদস্য সহিদুল ইসলাম, সানোয়ার হোসেন, আবু মুসা ও মহিলা সদস্য পারভীন আক্তার।