প্রতিনিধি ১২ নভেম্বর ২০২০ , ৫:২৪:০৪ প্রিন্ট সংস্করণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবির নওদাঁ বাজারে অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় ১৬৪ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট। র্যাব জানায়, আটক মাদক কারবারিরা দীর্ঘদিন যাবত অবৈধ ফেনসিডিল ও নেশা জাতীয় মাদকদ্রব্য বেচকেনার সঙ্গে জড়িত। আটকরা দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পুর্ব জগন্নাথপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে আলমগীর (৩২) ও একই এলাকার শালবাগান গ্রামের মামুনুর রশিদের স্ত্রী রিনা বেগম (৩৫)।