প্রতিনিধি ২২ এপ্রিল ২০২০ , ৮:২২:০১ প্রিন্ট সংস্করণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি কয়া সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। বুধবারে উপজেলার রামভদ্রপুর (কচুগাড়ি) গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে জুয়েলের বাড়ি থেকে এসব মাদকগুলো উদ্ধার করে বিজিবি।
জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনে কয়া ক্যাম্প কমান্ডার বলেন, জুয়েলের বাড়িতে পাচারের উদ্দেসে কিছু মাদক মজুদ রাখা আছে এমন গোপন সংবাদ আসে। ক্যাম্পের বিজিবি সদস্যরা এমন সংবাদে তার বাড়ি তল্লাসীর উদ্দেসে যায় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে সে পালিয়ে যায়। পরে তার বাড়ি তল্লাসি করে লাল রংয়ের এ্যাপাচি মটরসাইকেলের টাংকির মধ্য থেকে ২৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে জুয়েলকে পলাতক মাদক আইনের মামলা দিয়ে ফেন্সিডিল ও মটরসাইকেলটি পাঁচবিবি থানায় জমা দেওয়া হয়।