প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২০ , ৪:৪৯:০৩ প্রিন্ট সংস্করণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাট-হিলি পাকা রাস্তার পাশে পাঁচবিবির নাকুড়গাছির ঐতিহাসিক বুড়াবুড়ির মাজার ও এতিমখানা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষ রোপণ ও এতিমদের মাঝে পবিত্র কোরআন শরীফ প্রদান করা হয়। বুধবার দুপুরে জয়পুরহাট-১ আসনের সাংসদ ও জেলা আ.লীগের সভাপতি আলহাজ এ্যাড. সামছুল আলম দুদু বৃক্ষ রোপণ ও কোরআন শরীফ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. বরমান হোসেন, থানার অফিসার ইনচার্জ মো. মনসুর রহমান, জেলা পরিষদের সদস্য মানিক আকন্দ, স্থানীয় কমিশনার আনিছুর রহমান বাচ্চু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, জেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক জাহিদুল আলম বেনু, উপজেলা আ.লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, পৌর আ.লীগের যুগ্ম-সম্পাদক জিহাদ মন্ডল, মাজার পরিচালনা কমিটির সম্পাদক তোয়াবুর রহমান প্রমুখ।