রাজশাহী

পাঁচবিবিতে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২১ , ৭:৩৫:৪১ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

করোনা ভাইরাস থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাবিবুর রহমান হাবিবের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় ২০ হাজার মাস্ক বিতরণ করা হয়। দলীয় নেতাকর্মিদের মাধ্যমে রবিবার সকাল থেকে পাঁচবিবি ডিগ্রী কলেজ ও মহিলা কলেজ, পাঁচবিবি সরকারি বালক ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পৌর উচ্চ বিদ্যালয় ও গোহাটি ফাজিল মাদ্রাসা সহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

পাঁচবিবি ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ওবায়দুল রহমান ও পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. কাশেমের হাতে মেয়র হাবিবের পক্ষে মাস্কের কাটুন তুলে দেন পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোসাইদ আল-আমিন সাদ।

আরও খবর

Sponsered content