প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২০ , ৫:০২:৫৪ প্রিন্ট সংস্করণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে ঘরে বন্দী খেটে খাওয়া জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আদিবাসিদের মাঝে আর্থিক সহাযতা প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে ব্র্যাক আইডিপি পাঁচবিবি অফিসের উদ্দোগে ২৫০টি পরিবারের মাঝে পনেরশ করে টাকা প্রদান করা হয়।
আর্থিক সহায়তার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে ও বিনা কারনে বাহিরে চলাফেরা না ঘরে আবদ্ধ থেকে এই মহামারি ভাইরাসের হাত থেকে আমরা সবাই যেন রক্ষা পাই এ বিষয়ে উপস্থিত ব্র্যাক কর্মকর্তা বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক জয়পুরহাট আ লিক অফিসের টেকনিক্যাল ম্যানেজার মশিউর রহমান, আইডিপির জেলা ব্যবস্থাপক সুগ্রীব সরকার ও সিনিয়র মনিটরিং অফিসার সাহেদ পারভেজ প্রমুখ।