প্রতিনিধি ৫ জুন ২০২০ , ৮:৩৯:২৯ প্রিন্ট সংস্করণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত পরিবার গুলোর বাড়ি বাড়ি গিয়ে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করা হয়। শুক্রবার সকাল থেকে উপজেলার ৩৯ জন করোনা আক্রান্ত পরিবারের সদস্যদের হাতে ২ হাজার টাকা ও চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন জয়পুরহাট-১ আসনের সাংসদ ও জেলা আ.লীগের সভাপতি আলহাজ এ্যাডভোকেট সামছুল আলম দুদু। এসময় উপস্থিত ছিলেন আয়মারসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আ.লীগের যুগ্ন-সম্পাদক জাহিদুল আলম বেনু, বাগজানা ইউপির সাবেক চেয়ারম্যান জামাত আলী মন্ডল, পরিষদের প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন, ধরঞ্জীর চেয়ারম্যান গোলাম মোস্তফা, ধরঞ্জী ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক মমতাজুর রহমান, ধরঞ্জী দাখিল মাদ্রাসার সভাপতি মাহমুদুল হাসান ও পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম সাবু প্রমুখ।