প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২০ , ৪:৫৭:০৬ প্রিন্ট সংস্করণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : বিএমডিএফের অর্থায়নে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে ভাষা সৈনিক ও উত্তরজনপদের কৃষক নেতা মিরশহীদ মন্ডল মিউনিসিপ্যাল আধুনিক মানের কিচেন মার্কেটের ভবনের উদ্বোধন করা হয়। বুধবার দুপুরে মার্কেট চত্বরের পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক (বিএমডিএফ) সৈয়দ হাসিনুর রহমান। অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, সহকারী কমিশনার (ভূমি) এম এম আশিক রেজা, প্যানেল মেয়র নুর হোসেন, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মীর রেজাউল করিম, বালিঘাটা ইউপি চেয়ারম্যান বিপ্লব চৌধুরী, আ.লীগ নেতা দেওয়ান সিরাজুল ইসলাম প্রমুখ।