প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২০ , ৪:২৬:২৭ প্রিন্ট সংস্করণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবির কয়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫শ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা ভুইডোবা সীমান্তের একটি বাড়ি তল্লাসি করে কয়া ক্যাম্পের সদস্যরা উদ্ধার করে। কয়া ক্যাম্প কমান্ডার ইলিয়াছ হোসেন বলেন, দেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা মাদকগুলো ভুইডোবা সীমান্তের হালিমা বেগমের বাড়িতে মজুদ করে এমন গোপন খবরে শনিবার দুপুরে ক্যাম্পের সদস্যরা তার বাড়ি থেকে এসব উদ্ধার করে। এসময় হালিমাসহ বাড়ির লোকজন পালিয়ে যায় বিজিবি দেখে।