প্রতিনিধি ৯ অক্টোবর ২০২০ , ৪:২২:১৪ প্রিন্ট সংস্করণ
জয়পুরহাটের পাঁচবিবির আটাপাড়া সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমানে ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দিবাগত গভীর রাতে অভিনব কায়দায় মাদক ব্যবসায়ীরা ছোট যমুনা নদী পথে ফেন্সিডিলগুলো পাচারকালে বিজিবি নদীর পানিতে নেমে ৭৭১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
আটাপাড়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলমঙ্গীর হোসেন বলেন, সীমান্তের উত্তর গোপালপুর ২৮৪ পিলার এলাকার যমুনা নদী পথে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক পাচার করে দেশের অভ্যন্তরে প্রবেশের সময় ক্যাম্পের টহলদলের সদস্যরা ফেন্সিডিলগুলো উদ্ধার করে। ফেন্সিডিলগুলো উদ্ধার করতে পারলেও মাদক ব্যবসায়ীরা নদী পথে পালিয়ে যায়।