প্রতিনিধি ১৮ জুন ২০২৫ , ৭:৩৬:৪২ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ক্যারিয়ার যাই হোক ভালো মানুষ হওয়াই একজন শিক্ষার্থীর মূল লক্ষ্য হওয়া উচিত। যদি একজন ভালো মানুষ হিসেবে আমরা যদি সমাজকে আলোকিত করতে পারি, সেটাই হবে আমাদের জন্য মুখ্য।
তিনি বলেন, জলাবদ্ধতা দূর করতে আমি খাল ও নালা পরিষ্কার করছি ঠিকই, কিন্তু স্থায়ী সমাধান তখনই হবে যখন নাগরিকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। ময়লা যত্রতত্র না ফেলে ডাস্টবিনে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। এ জন্য আমি স্কুল পর্যায় থেকে শিশুদের মধ্যে সচেতনতা তৈরির কাজ শুরু করেছি।
তিনি বুধবার (১৮ জুন) দুপুরে অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কের নয়াহাট সংলগ্ন পাঁচলাইশ সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন সিটি কর্পোরেশন মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা স্কুল হেলথ কার্ড চালু করেছি যাতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা তৈরি হয়। শুধু দাঁত বা নখ পরিষ্কার রাখাই নয়, বর্জ্য ব্যবস্থাপনাও যেন তারা ছোটবেলা থেকেই শিখে নেয়।
জলাবদ্ধতা বিষয়ে মেয়র বলেন, আমি প্রতিটি খালের উৎস ও গন্তব্য নিয়ে স্টাডি করছি। রাতারাতি সমাধান হবে না, তবে ইনশাআল্লাহ দুই তিন বছরের মধ্যে দৃশ্যমান অগ্রগতি হবে। কারণ আমি সমস্যার শিকড়ে হাত দিচ্ছি।
চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা, উপসচিব ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে ও কলেজের প্রভাষক শিবু চন্দ্র দাস এবং ফারহানা আজিজের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস জারেকা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য জি এম আইয়ুব খান, রাজনীতিবিদ শামসুল আলম, ডা. এস এম সারোয়ার আলম, কলেজের প্রতিষ্ঠাতা নাছির উদ্দীনের সন্তান ও দাতা সদস্য এস এম ফজলুল বারি, কলেজের প্রাক্তন অধ্যক্ষ জয়নব বেগম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাবাচ্চুম রশিদ তাসমি, হুমায়রা পারভীন মাহি, মানপত্র পাঠ করেন সাবরা সুলতানা, কোরান তেলোয়াত করেন খাদিজাতুল কোবরা, গীতা পাঠ করেন ইতু নন্দী।