চট্টগ্রাম

পাঁচ হাজার ইয়াবাসহ ৫ কারবারি গ্রেফতার

  প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৩ , ৪:০৪:১৪ প্রিন্ট সংস্করণ

পাঁচ হাজার ইয়াবাসহ ৫ কারবারি গ্রেফতার

চাঁদপুরে ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাটের জাহিদ হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- কক্সবাজার টেকনাফ এলাকার দেলোয়ার হোসেন (৪৩), একই এলাকার ফয়েজ উদ্দিন হারিস (২৮), রেদওয়ান (২৫), সোনা মিয়া (৩৫) ও মো. মিজান (২১)।

পুলিশ সূত্রে জানা যায়, হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাটের জাহিদ হোটেলের সামনে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলমের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাঁদপুর সদর মডেল থানার এএসআই মো. হেলাল উদ্দিন ও মো. শহিদুল্লাহসহ সঙ্গীয় সদস্যরা তাদের দেহ তল্লাশী করে পাঁচ হাজার পিস ইয়াবা জব্দ করে। ইয়াবাগুলো টেকনাফ থেকে চাঁদপুরের হরিণাঘাট হয়ে শরিয়তপুর নিয়ে যাওয়ার সময় তারা গ্রেফতার হন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ মুহসীন আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই। জনস্বার্থে এ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content