প্রতিনিধি ৬ এপ্রিল ২০২২ , ৯:১২:২৭ প্রিন্ট সংস্করণ
রতন মাহমুদ (পাংশা, রাজবাড়ী প্রতিনিধি):
“সবাই মিলে খেলা করি মাদক মুক্ত সমাজ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রিড়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) র্যালী শেষে বেলা ১১.৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী’র সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার এর সঞ্চালনায় উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা প্রভাস চন্দ্র সেন, কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ সহ বক্তাগন যুবকদের মাদক মুক্ত রাখতে খেলা-ধুলার উপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন।
সভাপতি বক্তব্যে মোহাম্মদ আলী বলেন,
আমি যদি আরও এক বছর সময়বেখানে পাই তাহলে খেলাধুলার ক্ষেত্রে আরও অনেক বেশি অগ্রসর হবো। মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার কোন বিকল্প নেই।
সভায় উপজেলা সমাজ সেবা অফিসার, মৎস্য অফিসার, সেনেটারি ইনেস্পেক্টর, উপজেলা সমবায় কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।