দেশজুড়ে

পাইকগাছায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে ইউএনও’র শুভেচ্ছা

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২০ , ১২:৫৭:০৪ প্রিন্ট সংস্করণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

পাইকগাছায় প্রার্থনা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার উপজেলার ৪০টি গির্জায় বড়দিনের আয়োজন করা হয়। আলোক সজ্জায় সজ্জিত করা হয় প্রতিটি গির্জা।

করোনার কারনে এবছর সপ্তাহ ব্যাপি আয়োজন সিমিত করে দুইদিনের করা হয়। স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রার্থনার মাধ্যমে দেশ ও মানব জাতির কল্যাণ কামনা করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে শুক্রবার সকালে বিভিন্ন চার্জ পরিদর্শন করে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। তিনি উপজেলার কাশিমনগর ও পৌর সদরের কেন্দ্রীয় ক্যাথলিক মিশন পরিদর্শন করেন।

আরও খবর

Sponsered content