প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৫ , ৩:১৪:০৮ প্রিন্ট সংস্করণ
পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর এক অভিযানে ভারত সমর্থিত একটি প্রক্সিবাহিনীর চার সদস্য নিহত হয়েছেন এবং তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম ডন নিউজ জানিয়েছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, গোয়েন্দা সূত্রের ভিত্তিতে পহেলা নভেম্বর রাতে বেলুচিস্তানের কালাত জেলায় ওই প্রক্সিবাহিনীর উপস্থিতি সম্পর্কে তথ্য আসে। অর্জিত তথ্যের উপর ভিত্তি করে নিরাপত্তা বাহিনীর একটি দল সেখানে অভিযান পরিচালনা করলে সংঘর্ষে চার সদস্য নিহত হন। নিহতদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র ও রাউন্ড উদ্ধার করা হয় এবং তারা জায়গায় বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে আইএসপিআর বিবৃতিতে বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের ওই এলাকায় এখনও তল্লাশি ও নিরাপত্তা ব্যবস্থা জারি রয়েছে। আইএসপিআর দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছে যে পাকিস্তানে অবস্থানরত অন্যান্য দেশভিত্তিক প্রক্সিবাহিনীগুলোকেও মূল উৎস থেকে নির্মূল করা হবে।

















