আন্তর্জাতিক

পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ ভেঙে দিলেন ইমরান

  প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৩ , ৭:৫৩:৫৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

আগাম সাধারণ নির্বাচনের দাবি জোরদার করতে এবার পূর্ব ঘোষণা অনুযায়ী পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ ভেঙে দিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

তাঁর নির্দেশে শনিবার দেশটির সবচেয়ে জনবহুল প্রদেশের পরিষদটি ভেঙে দেওয়া হয়। এখন আগামী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হতে হবে নতুন নির্বাচন। প্রদেশটিতে গোটা পাকিস্তানের ২২ কোটি মানুষের মধ্যে অর্ধেকেরই বসবাস।

ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি প্রাদেশিক নির্বাচনের দাবি নিয়ে এলাহি সম্প্রতি বিধানসভা ভেঙে দিতে গভর্নরকে পরামর্শ দিয়েছিলেন।

প্রধানমন্ত্রিত্ব হারালেও খানের দলের জনপ্রিয়তা অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রাদেশিক পরিষদও ভেঙে দেওয়া হতে পারে। সেখানে ক্ষমতায় রয়েছে জোট সরকার।

এর আগে গত বছর অনাস্থা ভোটে খানকে ক্ষমতাচ্যুত করা হয়। এর পর থেকেই দেশটি রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল। চলতি বছরের অক্টোবরে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে পাকিস্তানে।

আরও খবর

Sponsered content