প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২০ , ৩:৫৩:০৩ প্রিন্ট সংস্করণ
আইপিএলের শুরুটা জয় দিয়ে করেছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ১০ রানে পরাজিত করে তারা।
দ্বিতীয় জয়ের লক্ষ্যে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হতে যাচ্ছে কোহলিবাহিনী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে এই ম্যাচটি।
প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে নাটকীয়ভাবে হেরে যায় পাঞ্জাব। নির্ধারিত ২০ ওভারে ম্যাচ টাই হলে খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারেই পরাস্ত হয় বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার দল।
তবে হারের কারণ হিসেবে ম্যাচ শেষে বাজে আম্পায়ারিংকে দুষেছিলেন প্রীতি জিনতা। তবে হারের ক্ষত শুকানোর আগেই আবারো মাঠে নামতে হচ্ছে তাদের। এই ম্যাচে তাই জয়ের ধারায় ফিরতে চায় দলটি।
অন্যদিকে, প্রথম ম্যাচে দারুণ জয় পাওয়ায় বেশ আত্মবিশ্বাসী ব্যাঙ্গালুরু। ফলে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা রয়েছে তাদের। তাই প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স, পেসার ডেল স্টেইন, অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ এবং উইকেটরক্ষক জস ফিলিপের উপর এই ম্যাচে আস্থা রাখতে চায় ব্যাঙ্গালুরু।
তবে একাদশ নিয়ে খুব একটা পরীক্ষা নিরীক্ষা করার সম্ভাবনা নেই পাঞ্জাবেরও। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে তারা।