বরিশাল

পাথরঘাটায় হরিন শিকারের ফাঁদ সহ আটক ১ 

  প্রতিনিধি ১০ মে ২০২৩ , ৭:৫৫:১০ প্রিন্ট সংস্করণ

সাকিল আহমেদ, পাথরঘাটা বরগুনা প্রতিনিধি :
বরগুনার পাথরঘাটায় হরিণ শিকারের ফাঁদ সহ মনির হাওলাদার (৩৫) নামের একজনকে আটক করেছে পাথরঘাটা বন বিভাগ। মনির বাগেরহাটের রান্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের নুর ইসলাম হাওলাদারের ছেলে।
বুধবার দুপুর তিনটার দিকে পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের হরিণঘাটার চরলাঠিমারা গ্রামের তার বাড়ি থেকে হরিণ শিকারের ফাঁদ সহ তাকে আটক করা হয়।
হরিণঘাটা বিট কর্মকর্তা আল লামিন হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আটক মনির হোসেনের বাড়ির পিছনে পাকের ঘরের পাশের মাটি নিচে পুতে রাখা ছিল হরিণ শিকারের ফাঁদ। সেখান থেকে এক বস্তা হরিণ শিকারের ফাঁদ সহ তাকে আটক করা হয়। আটক মনিরও চিহ্নিত হরিণ শিকারিদের মধ্যে একজন। তিনি এর আগেও হরিণ শিকারের দায় জেল খেটেছে।
আটক মনিরের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও খবর

Sponsered content