প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৩ , ৫:৫৬:৩৭ প্রিন্ট সংস্করণ
সাকিল আহমেদ, পাথরঘাটা বরগুনা প্রতিনিধি :
দীর্ঘ ১৮ বছর পর বরগুনার পাথরঘাটা উপজেলা যুবলীগের সভাপতি ও সম্পাদকের অনুপস্থিতিতেই যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কেন্দ্র ঘোষিত এ বর্ধিত সভায় উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুরাদ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রিপন উপস্থিত না থাকায় তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে বলে জানিয়েছেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম।
সোমবার পাথরঘাটা কলেজ রোডে অবস্থিত আধুনিক ডাকবাংলো মাঠে সকাল দশটায় বর্ধিত সভা অনুষ্ঠিত হবার কথা থাকলেও নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর দুপুর একটায় সভার কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় যুগ্ন-সাধারন সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া শামীম, এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম এ্যাটম। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সহসভাপতি জামাল পঞ্চায়েত।
বর্ধিত সভায় উপস্থিত না হওয়া প্রসঙ্গে পাথরঘাটা উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুরাদ ভোরের দর্পনকে জানান, কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে বলে শুনেছি। তবে দলের দুঃসময়ে আমাদের প্রয়োজন ছিল। আজ দল ১৪ বছর ক্ষমতায়। তাই আমাদের হয়তোবা প্রয়োজন নাই। তাই কারণ দর্শানোর কথা শুনতে পাই। তবে এ ব্যাপারে আমার কোন মন্তব্য নেই।
পাথরঘাটা উপজেলা যুবলীগের নেতা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৫ সালের ১৩ মার্চ ৫১ সদস্যের পাথরঘাটা উপজেলা যুবলীগের পুর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। এর আগে ২০০৪ সালের শেষের দিকে পাথরঘাটা উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ গত ১৭ বছর ধরে এ মেয়াদত্তীর্ণ কমিটি দিয়ে পাথরঘাটা উপজেলা যুবলীগের কার্যক্রম খুড়িয়ে খুড়িয়ে চলছিল। বারবার পাথরঘাটা উপজেলা যুবলীগের সম্মেলনের তারিখ দিয়েও পিছিয়ে দেওয়া হচ্ছিল। তাই দীর্ঘদিন পর যুবলীগের বর্ধিত অনুষ্ঠিত হওয়ায় তৃণমূলের নেতাকর্মীরা উদ্বেলিত। তাই এ বর্ধিত সভাকেই সম্মেলন হিসেবে দেখছেন নেতাকর্মীরা।
এদিকে বর্ধিত সভায় আসা তৃণমূল পর্যায়ের নেতাদের কর্মীদের মাঝে উৎসাহ ও চঞ্চল্যতা লক্ষ করা গেছে। নেতা কর্মীরা ভোরের দর্পনকে জানান, এ বর্ধিত সভার মাধ্যমে আগামিতে পাথরঘাটা উপজেলা যুবলীগের নতুন নেতৃত্ব আসবে। সেই নেতৃত্বের মাধ্যমে দল সুসংগঠিত হবে। এবং আগামী সাংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ভুমিকা রাখবে।