রাজশাহী

পাবনায় বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছেন এমপির পরিবার

  প্রতিনিধি ১২ জুলাই ২০২১ , ৭:২৩:১৬ প্রিন্ট সংস্করণ

পাবনা প্রতিনিধি :

করোনায় আক্রান্তদের জন্য অক্সিজেন নিয়ে এগিয়ে এসেছেন পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। পাবনা শহরের লাইব্রেরি বাজারে অবস্থিত এমপি জলির ব্যাক্তিগত অফিস থেকে কোভিড-১৯ রোগীদের জন্য বিনামূল্যে এই অক্সিজেন সেবা প্রদান করা হচ্ছে। প্রতিদিনই রোগীর স্বজনরা এসে জানালেই তাদের কাছে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে।

পাবনায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় শহর ও আশপাশের এলাকায় রোগী বেড়ে গেছে। অনেক রোগীরা বাসায় চিকিৎসা নিচ্ছে। তাদের শ্বাসকষ্ট শুরু হলে স্বজনরা এসে এখান থেকে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাচ্ছে।

অক্সিজেন প্রদানের বিষয়ে এমপি জলির ছোট ভাই জাহিদুল ইসলাম বলেন, আমাদের এমপি মহোদয় জলি আপা ও পরিবারের বড় বোনদের আর্থিক সহোযোগিতায় আমরা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করছি।

আরও খবর

Sponsered content