রাজশাহী

পাবনা সুগার মিল গেটে বিক্ষোভ সমাবেশ

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২০ , ৫:৪৭:৫০ প্রিন্ট সংস্করণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনা সুগার মিল সহ আরও ৬ টি সুগার মিল বন্ধ হয়ে যাচ্ছে এমন একটি সিদ্ধান্ত জানার পর শনিবার পাবনা সুগার মিলের প্রধান গেটে মিলের শ্রমিক কর্মচারী ও আখ চাষিরা বিক্ষোভ সমাবেশ করে।

বাংলাদেশ আখচাষি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাজাহান আলী বাদশার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আখচাষি ও মিলের শ্রমিক কর্মচারীদের সংগঠন পাসুমি ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃবৃন্দ মিল চালু রাখার ও চাষিদের আখের ৬৭ লাখ বকেয়া বিলের টাকা এবং কর্মচারীদের বকেয়া ৪ কোটি ৫০ লাখ টাকা পরিশোধের দাবি করে জোরালো বক্তব্য রাখেন।

পাসুমি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি সাজেদুর রহমান শাহিনের সার্বিক তত্ত¡াবধানে বক্তব্য রাখেন উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা যুবলীগের নেত্রী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, পাসুমি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বল, কৃষকলীগের অন্যতম নেতা আখচাষি মুরাদ আলী মালিথা, কৃষকলীগ পাবনা জেলা কমিটির নেতা আসাদুর রহমান বীরু প্রমুখ।